নেপালের বিনিয়োগ বোর্ড অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিতে সুশীল ভাটকে অন্তর্ভুক্ত করে সুপারিশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। যার চীনসহ বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস ওয়ার্ল্ড জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুশীল ভাটকে সিইও পদে সুপারিশের তালিকায় অন্তর্ভুক্ত করায় অলি সরকারের সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা চলছে। সুপারিশ কমিটির সদস্যের বরাত দিয়ে বিজনেস ওয়ার্ল্ড বলছে, সুশীল ভাটকে বোর্ডের সিইও পদে নিয়োগ দেওয়ার বিষয়ে ইতোমধ্যে দুইজনের সঙ্গে কথা বলেছেন অলি।
সূত্র জানিয়েছে, এনআরবির (নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্র ব্যাংক) গভর্নর মহা প্রসাদ অধিকারীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি সিইও পদে জমা দেওয়া ১২টি প্রস্তাব পর্যালোচনা করেছে। এবং এসময় তারা সুশীল ভাটের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সূত্রের খবর, সুশীল ও তার ভাই দীপক ভাট বিদেশি সংস্থাগুলোর এজেন্ট হিসেবে কাজ করছেন। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোকে বড় বড় প্রকল্প নির্মাণ চুক্তি পাইয়ে দিতে নানা প্রভাব বিস্তার করছেন।
সুশীলের ভাই দীপক। তিনিও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সমর্থন নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য রয়েছেন। এছাড়া সব রাজনৈতিক দলের নেতৃত্বেও সুযোগ রয়েছে তার।
একজন সিইও প্রার্থীকে শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। যেখানে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে সুশীল ভাটের মাত্র দুইবছরের অভিজ্ঞতা রয়েছে।
একজন মন্ত্রীর মতে, বিনিয়োগ বোর্ডের সভাপতিত্বে সুশীল ভাট চলমান বৃহদায়তন অবকাঠামো প্রকল্পগুলো থামিয়ে দিতে পারেন। এবং সেগুলো ইতোমধ্যেই সে পথে আছে বলেও উল্লেখ করেছেন। এছাড়া এমন হলে দীপক ভাটের পক্ষে ‘প্রকল্প কারচুপি’ কাজ আরও সহজ হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
টিএ