ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবিক সঙ্কটের মুখোমুখি লেবানন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
মানবিক সঙ্কটের মুখোমুখি লেবানন

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে বন্দর ক্ষতিগ্রস্তের কারণে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেশটির মানবিক সঙ্কটের বিষয়ে সতর্ক করছে জাতিসংঘ।

বৈরুত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে শুক্রবার (৭) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক মুখপাত্র জানিয়েছে, লেবানন প্রায় ৮৫ শতাংশ খাবার আমদানি করে। ডব্লিউএফপি এরই মধ্যে বৈরুতবাসীর জন্য পাঁচ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছে। প্রতি প্যাকেট খাবারে পাঁচ সদস্যের পরিবার একমাস চলতে পারবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, লেবাননের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ বিস্ফোরণে এরই মধ্যে ভেঙে পড়েছে। বিস্ফোরণে তিনটি হাসপাতাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে গুরুতর আহত ও দগ্ধদের চিকিৎসার জন্য এক হাজার পিস ‘ট্রমা কিটস’ পাঠিয়েছে ডাব্লিউএইচও। তবে, করোনা আক্রান্তদের উদ্দেশ্যে দেশটিতে ডাব্লিউএইচও গুদামে রাখা ১৭ কনটেইনার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।

এরআগে মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩৭ জন নিহত এবং চার হাজার জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। আহদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য রয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত রয়েছে।

বাংলদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।