ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৩ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪২ হাজার ৫১৮ জন।
শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৬১ হাজার ৫৩৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৮৮ হাজার ৬১১। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৭ হাজার ৫ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ৩২ শতাংশ।
দেশটিতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাট।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৭ হাজার ৯২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৪ হাজার ৬৯০ জন এবং দিল্লিতে ৪ হাজার ৮২ জন।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
এফএম