ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
অন্ধ্র প্রদেশে করোনা চিকিৎসায় ব্যবহৃত হোটেলে আগুন, নিহত ৭ ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও অনেকে ওই হোটেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায় ওই এলাকায়।

স্বর্ণ প্যালেস নামে ওই হোটেলটি রমেশ হাসপাতাল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের সময় ওই হোটেলে ৩০ জন করোনা রোগী ছিলেন।

অন্যদিকে, এ মাসের শুরুতে গুজরাটের আহমেদাবাদের বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে আটজন করোনা রোগী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।