ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লাইবেরিয়ান ট্যাংকার আটক করে ছেড়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
লাইবেরিয়ান ট্যাংকার আটক করে ছেড়ে দিল ইরান ফাইল ছবি

ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালির কাছে লাইবেরিয়ান একটি তেল ট্যাংকার আটক করে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি করেছে।

তেলের ট্যাংকার আটকের ঘটনার প্রমাণ হিসেবে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা গেছে, একটি বিশেষ বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এমভি উইলা নামে জাহাজে ওঠে। ওই জাহাজের সবশেষ উপস্থিতি ছিল আরব আমিরাতের পশ্চিম উপকূলের খরফাক্কান শহরের কাছে।

ইরান এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি।  

এক মার্কিন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, ইরানের নৌবাহিনী প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বুধবার জাহাজটি ছেড়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।