ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাদিয়ানিদের পশু কোরবানি নিষিদ্ধ চায় লাহোর বার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
কাদিয়ানিদের পশু কোরবানি নিষিদ্ধ চায় লাহোর বার  সংগৃহীত ছবি

ঈদুল আজহায় আহমদিয়া সম্প্রদায়ের পশু কোরবানি নিষিদ্ধ করার দাবি জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ২৬০ (৩) অনুচ্ছেদে কাদিয়ানি বা লাহোরি গোষ্ঠী, যারা নিজেদের আহমদি বা অন্য নামে পরিচয় দেয়— তাদের ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে অমুসলিম ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোরবানি হলো— সুন্নত-ই-ইব্রাহিমি (আ.) এবং সর্বশক্তিমান আল্লাহর শেষ নবী সুন্নত-ই-মুহাম্মদ (সা.)। জিলহজ মাসে ঈদুল আজহার প্রথম তিন দিনে কেবল মুসলমানরা পশু কোরবানি দেয়।

লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি তাহির নাসারুল্লাহ ওয়ারাইছের স্বাক্ষরযুক্ত ওই চিঠিতে বলা হয়, সংবিধান ও সুপ্রিম কোর্ট একাধিক সিদ্ধান্তে কাদিয়ানি বা লাহোরি গোষ্ঠীকে (অমুসলিমদের) শায়র-ই-ইসলাম (ইসলামিক রীতিনীতি) সম্পাদন থেকে স্পষ্টভাবে বিরত থাকতে বলেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে বহু মামলা দায়ের হয়, যাতে দেখা যায় আহমদিয়া সম্প্রদায় সংবিধান ও শীর্ষ আদালত কর্তৃক প্রদত্ত আইনের বিধানগুলি প্রকাশ্যে লঙ্ঘন করেছে।

লাহোর হাইকোর্ট বার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে ঈদুল আজহায় কোরবানির ইসলামিক আচার পালন থেকে আহমদিয়া সম্প্রদায়কে কার্যকরভাবে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঞ্জাব পুলিশকে নির্দেশ জারি করতে বলেছে।

সূত্র: আল অ্যারাবিয়া পোস্ট

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।