ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় শ্রীনগরের সড়কে এলইডি লাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
‘স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় শ্রীনগরের সড়কে এলইডি লাইট প্রতীকী ছবি

ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন ‘স্মার্ট সিটিস’ মিশনের আওতায় শ্রীনগরে সড়কে এলইডি লাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

এএনআইর সঙ্গে কথা বলতে গিয়ে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট ড. শহীদ ইকবাল চৌধুরী বলেন, গত পাঁচ-ছয় মাস ধরে সড়কে এলইডি লাইট স্থাপনের কাজ চলছে।

তিনি বলেন, ‘গত পাঁচ থেকে ছয় মাস ধরে শহরে এলইডি স্ট্রিট লাইট স্থাপনের কাজ চলছিল। নগরজুড়ে বাজার অঞ্চলের পুরানো এবং অকার্যকর বাতিগুলো অপসারণ করা হয়েছে এবং নতুন এলইডি লাইট বসানো হয়েছে। ’

এর আগে স্থানীয়রা ও ব্যবসায়ীরা রাতে বাজারে সমস্যার মুখোমুখি হচ্ছিলেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউনের সুযোগে প্রকল্পটি শুরু করে প্রশাসন।

সড়কে এলইডি লাইট স্থাপনের পর স্থানীয়রা লাইটগুলো তাদের এলাকায়ও স্থাপন করার দাবি জানান।

শহরের অধিবাসী ফিরদৌস আহমাদ বলেন, ‘এটি প্রশাসনের একটি ভালো কাজ। এর আগে আমরা রাতে শহরে চলাফেরার সময় অনেক সমস্যার মুখোমুখি হতাম। স্থানীয় এলাকায়ও আমরা এটি চাই। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।