ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিন-শি জিনপিং-এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
পুতিন-শি জিনপিং-এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘বিশ্বমানের দাবাড়ু’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বমানের এসব দাবাড়ুদের সঙ্গে পেরে উঠবেন না বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

সোমবার ট্রাম্প তার সমর্থকদের বলেন, আমার শেখা থেকে বলছি, একটা কথা শুনে রাখুন— পুতিন, চীনের প্রেসিডেন্ট শি ও তুরস্কের এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু। তারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বাইডেন সম-অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। বাইডেন তার সেরা বছরগুলোতেও এ বিষয়ে দক্ষতা দেখাতে পারেননি।

ইরানও জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় দাবি করে ট্রাম্প আরও জানান, তিনি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে চীন যুক্তরাষ্ট্রকে তাদের মালিকানায় নিয়ে নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।