কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিবিসি এ তথ্য জানায়।
৫২ বছর বয়সী ফ্রিল্যান্ড কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। এর আগের অর্থমন্ত্রী বিল মোর্নিও পদত্যাগ করায় তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
একইসঙ্গে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন তিনি।
সাবেক সাংবাদিক ফ্রিল্যান্ড এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
করোনা ভাইরাস মহামারির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কানাডা। গত সোমবার (১৭ আগস্ট) করোনা ভাইরাস মহামারির সময় অর্থনীতি সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগের ঘোষণা দেন মোর্নিও।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এফএম