সামরিক সরঞ্জাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইরান বিশ্বের কোনো দেশের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন ইরানের পদাতিক সেনা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি।
বুধবার কাজভিনে সশস্ত্র বাহিনীর ১৬তম ডিভিশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কিয়োমার্স হেইদারি আরও বলেন, বর্তমানে সেনাবাহিনীর যে প্রস্তুতি আছে তা নজিরবিহীন। এর পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্বনির্ভরতা। প্রতিরক্ষা ইস্যুতে আমরা কারো ওপর নির্ভরশীল নই।
ইরানের এই কমান্ডার আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সবচেয়ে কম সময়ে সবচেয়ে কঠিন জবাব দেওয়ার সক্ষমতা রাখে।
ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের ২৩টি বিভাগের কথা উল্লেখ করে কিয়োমার্স হেইদারি বলেন, কোনো বিভাগই বিদেশের ওপর নির্ভরশীল নয়। আমরা সব ক্ষেত্রেই স্বনির্ভর।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
নিউজ ডেস্ক