ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইভাঙ্কাকে ‘মিনি ডোনাল্ড’ বললেন ফুফু ম্যারিয়েন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
ইভাঙ্কাকে ‘মিনি ডোনাল্ড’ বললেন ফুফু ম্যারিয়েন ট্রাম্প ম্যারিয়েন ট্রাম্প (বামে), ইভাঙ্কা ও এরিক ট্রাম্প (ডানে)। ছবি: সংগৃহীত

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়েন ট্রাম্প ব্যারির বেশকিছু অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। এর মধ্যে একটিতে তিনি বলেছেন, তার ভাইয়ের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একজন ‘মিনি ডোনাল্ড’।

অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মতোই তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

এসময় ইভাঙ্কা ‘আত্মকেন্দ্রিক’ বলেও মন্তব্য করেন ম্যারিয়েন।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন যেদিন অভিভাবকদের কাছ থেকে অভিবাসী শিশুদের বিচ্ছিন্ন করছিল, সেদিনই ইভাঙ্কা তার ইন্সটাগ্রামে নিজের সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। বিষয়টি নিয়ে অডিও রেকর্ডিংয়ে ইভাঙ্কার সমালোচনা করতে শোনা গেছে তার ৮৩ বছর বয়সী ফুফু ম্যারিয়েনকে।

তিনি আরও বলেন, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জনগণের কাছে ‘মূর্খে’ পরিণত হয়েছে।

এর আগে এক রেকর্ডিংয়ে ম্যারিয়েন তার ভাই ডোনাল্ড ট্রাম্পকে ‘মিথ্যাবাদী ও আত্মকেন্দ্রিক’ বলে মন্তব্য করেন। ১৫ ঘণ্টার ওই অডিও রেকর্ডিংটি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রকাশ্যে আনে। ২০১৮ থেকে ২০১৯ সালব্যাপী অডিওটি রেকর্ড করা হয়। এটি রেকর্ড করেন ডোনাল্ড ট্রাম্পের বড় ভাইয়ের মেয়ে মেরি ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।