ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানের সঙ্গে গোপনে বাণিজ্যিক সম্পর্ক গড়ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
তাইওয়ানের সঙ্গে গোপনে বাণিজ্যিক সম্পর্ক গড়ছে পাকিস্তান

গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। সম্প্রতি কায়রোতে এ বিষয়ে দুই দেশের প্রতিনিধির বৈঠকের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোতে পাকিস্তান দূতাবাসে বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা সিদরাহ হক তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক মাইকেল ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ।

বৈঠকের পর সিদরাহ হকের একটি টুইটের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মাইকেল ইয়ের সঙ্গে ছবিসহ সিদরাহ হক একটি টুইট করলেও পরে তা চীনের ভয়ে মুছে ফেলেন। ওই টুইটে তিনি বলেন, আমরা পাকিস্তান-তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক, কায়রোতে আমাদের শেয়ারকৃত বাণিজ্যিক অভিজ্ঞতা এবং স্থানীয় বাজারে যেসব পণ্যের বেশি চাহিদা এসব বিষয়ে কথা বলেছি।

ওই টুইট বার্তায় মাইকেল ইয়েকে একজন অভিজ্ঞ বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন সিদরাহ হক।  

তাইওয়ানের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকলেও দেশটিকে নিজেদের অংশ বলে দাবি করে চীন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।