ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
করোনা সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে ভারত ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বাধিক ৯০ হাজার ৮০২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪২ লাখ ৪ হাজার ৬১৩।

এর মধ্য দিয়ে করোনা ভাইরাস সংক্রমণে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে ভারত। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭১ হাজার ৬৪২ জন।

অপরদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৬৪ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৬ হাজার ৬০৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৮৩৬ জন, কর্ণাটকে ৬ হাজার ৩৯৩ জন, দিল্লিতে ৪ হাজার ৫৬৭ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৪১৭ জন।

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।