ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলারুশের বিরোধী নেত্রী 'গুম' হয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
বেলারুশের বিরোধী নেত্রী 'গুম' হয়েছেন

ঢাকা: সরকার বিরোধী গণ-মিছিলের পর গুম হয়েছেন বেলারুশের বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী মিনস্ক থেকে তাকে অপহরণ করা হয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মুখোশপরা ব্যক্তিরা তুলে নিয়ে গেছে কোলেসনিকোভাকে। এরপর তাকে একটি মিনিভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। ওই বিক্ষোভ থেকে বেশ কিছু বিক্ষোভকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

খবরে আরও বলা হয়, গেলো আগস্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় মিনস্কে গণর্যালি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেফতার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও কোলেসনিকোভাকে গ্রেফতারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে চ্যালেঞ্জ জানাতে একত্রিত হয়েছিলেন তিনজন নারী নেত্রী। তার মধ্যে রাজনীতির মাঠে সর্বশেষ সক্রিয় ছিলেন কোলেসনিকোভা।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।