ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রাহকদের ১৪০ কোটি মার্কিন ডলার রিফান্ড করেছে এমিরেটস 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
গ্রাহকদের ১৪০ কোটি মার্কিন ডলার রিফান্ড করেছে এমিরেটস  এমিরেটস এয়ারলাইন্স

ঢাকা: করোনাকালীন ৬ মাসে গ্রাহকদের ১৪০ কোটি ডলার ফেরত দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ রিফান্ড হিসেবে সংস্থাটি গ্রাহকদের এই অর্থ ফেরত দিয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির খবরে একথা বলা হয়।  

বিবৃতিতে এমিরেটস জানিয়েছে, গত মার্চ থেকে চলতি সেপ্টেম্বর গত ছয় মাসে এয়ারলাইন্সটি ১৪০ কোটির বেশি রিফান্ড আবেদন সম্পূর্ণ করেছে। যা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রায় ৫০০ কোটি দিরহামেরও বেশি। ডলারে ১৪০ কোটি মার্কিন ডলার।

গত মার্চে শেষ হওয়া অর্থ বছরে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের নিট মুনাফা হয়েছে ১১০ কোটি দিরহাম (২৮ কোটি ৮০ লাখ ডলার)। এর আগের বছরে এয়ারলাইন্সটির নিট মুনাফা হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ ডলার। কিন্তু করোনার কারণে চলতি বছরে বৈশ্বিক ভ্রমণ চাহিদায় পতনের কারণে ২০২০ সালে সম্ভবত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এমিরেটস।

সংস্থাটি জানিয়েছে, মহামারির আগে ১৫৭টি গন্ত্যব্যে ফ্লাইট পরিচালনা করা হতো। কিন্তু বর্তমানে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে ৮০টি গন্তব্যে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।