ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিম সুস্থ, তাকে ‘অবমূল্যায়ন’ করবেন না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
কিম সুস্থ, তাকে ‘অবমূল্যায়ন’ করবেন না: ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন, ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া নেতা কিম জং উন সুস্থ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, কিমকে এ বিষয়ে কখনও যেন ‘অবমূল্যায়ন’ না করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি বলেন, কিম জং উন সুস্থ আছেন। তাকে কখনও ‘অবমূল্যায়ন’ করবেন না।
ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পোস্ট

সম্প্রতি কিম জং উন অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন বলে খবর প্রকাশ হয় পশ্চিমা গণমাধ্যমগুলোতে। শুধু এবারই নয়, এর আগেও তিনি গুরুতর অসুস্থ, এমনকি তিনি মারা গেছেন বলেও গুজব রটে বিভিন্ন মহলে। কিন্তু প্রতিবারই সবকিছু পেছনে ফেলে স্বাভাবিকভাবে সামনে এসেছেন কিম।

আরও পড়ুন>> ফের সব গুঞ্জন উড়িয়ে প্রকাশ্যে এলেন কিম

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।