ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৩ হাজার শিক্ষক-কর্মী করোনা আক্রান্ত, তবুও স্কুল খুলছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
১৩ হাজার শিক্ষক-কর্মী করোনা আক্রান্ত, তবুও স্কুল খুলছে ইতালি ছবি: সংগৃহীত

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্কুল খোলার মধ্য দিয়ে ইতালির নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে।

স্কুল খোলার আগে শিক্ষক ও কর্মীদের করোনা ভাইরাস পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

ওই পরীক্ষায় প্রায় ১৩ হাজার স্কুলশিক্ষক ও কর্মীর কোভিড পজিটিভ আসে।

সম্প্রতি শিক্ষকসহ স্কুলগুলোর পাঁচ লাখেরও বেশি কর্মীর অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে।

ইতালির প্রায় ৯ লাখ ৭০ হাজার স্কুলকর্মীর প্রায় অর্ধেকের পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ২ দশমিক ৬ শতাংশের ফলাফল কোভিড পজিটিভ এসেছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব কর্মী কোভিড নেগেটিভ ফল আসার আগ পর্যন্ত কাজে ফিরতে পারবেন না।

স্বাস্থ্যবিধি মেনে স্কুল কার্যক্রম শুরু করবে ইতালি। প্রতিদিন স্কুলের সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীকে বিনামূল্যে একটি করে মাস্ক দেওয়া হবে। এছাড়াও, স্কুলগুলোতে লাখ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ ছয় মাস ধরে ইতালির স্কুলগুলো বন্ধ। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্কুলগুলো খুলতে যাচ্ছে। তবে ভিন্ন ভিন্ন অঞ্চলে স্কুল খোলার তারিখ ভিন্ন। যেমন, উত্তরাঞ্চলের আলতো আদিগেতে স্কুল খুলেছে ৭ সেপ্টেম্বর। অন্যদিকে, সারদিনিয়ায় খুলবে ২২ সেপ্টেম্বর এবং দক্ষিণাঞ্চলের পুগলিয়ায় খুলবে ২৪ সেপ্টেম্বর।

সূত্র: ওয়ান্টেড ইন রোম

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।