ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফের পাকিস্তান এয়ার ফোর্সের এয়ারক্রাফট বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
ফের পাকিস্তান এয়ার ফোর্সের এয়ারক্রাফট বিধ্বস্ত ...

পাকিস্তানের বিমানবাহিনীর (পিএএফ) একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পরে পাইলট নিরাপদে বের হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিয়মিত প্রশিক্ষণের সময় অ্যাটকের পিনডিগেবের কাছে বিধ্বস্ত হয়েছে এয়ারক্রাফটটি।

এ নিয়ে চলতি বছরে পঞ্চম বিমান দুর্ঘটনা ঘটলো পাকিস্তানে। সবশেষ মার্চে একটি পাকিস্তান এয়ার ফোর্সের এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উইং কমান্ডার নোমান আকরাম নিহত হয়েছিলেন।

দেশটির বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় এবারের দুর্ঘটনাটি ঘটেছে। এয়ারক্রাফট বিধ্বস্তের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ বলছে, এয়াক্রাফট বিধ্বস্ত হওয়ার ঘটনায় একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেবে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।