করোনাকালে অর্থ সঙ্কটে পড়েছে ভারতের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলোর বেশিরভাগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
সম্প্রতি এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপটি চালিয়েছে শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ‘সেরেস্ট্রা ভেনচারস’ নামে একটি সংস্থা। তারা বলছে, স্কুলগুলো বাঁচাতে গেলে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন।
সংস্থাটির তথ্য মতে, করোনা মহামারির কারণে ভারতের সব স্কুল এখন বন্ধ। ফলে খরচ চালিয়ে শিক্ষকদের বেতন মেটাতে অনেক বেসরকারি স্কুলই হিমশিম খাচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরাও ঠিক মতো স্কুলের ফি দিতে পারছেন না। ফলে স্কুল কর্তৃপক্ষ ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় স্কুল বেচে দেওয়ার পথে হাঁটছেন তারা।
ওই সমীক্ষা অনুযায়ী, দেশের ৮০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিনিয়োগে চলে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ফি ন্যূনতম ৫০ হাজার টাকা।
ভারতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে স্কুলগুলো কবে খুলবে তা স্পষ্ট নয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক