ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদির রাস্তায় ভিক্ষা করতে গিয়ে ৪৫০ ভারতীয় আটক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
সৌদির রাস্তায় ভিক্ষা করতে গিয়ে ৪৫০ ভারতীয় আটক!

সৌদি আরবের রাস্তায় ভিক্ষা করতে গিয়ে আটক হয়েছেন ৪৫০ ভারতীয় নাগরিক। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভারতের অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান এবং কর্ণাটক রাজ্য থেকে তারা সৌদি আরবে গিয়েছিলেন।  
 
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, শ্রমিক হিসেবে সৌদি আরবে যাওয়া ওই ভারতীয়দের ওয়ার্ক পারমিটের (কাজ করার অনুমতি পত্র) মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া করোনা মহামারির কারণে তাদের কোনো কাজ ছিল না। ফলে জীবন বাঁচাতে তারা ভিক্ষায় নামেন।  

আটকদের জেলে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।