বিশ্বজুড়ে একশটিরও বেশি কোম্পানি হ্যাক করার অভিযোগে ৫ চীনা ও ২ মালয়েশিয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়, হ্যাকারদের কারণে সফটওয়্যার ডেভেলপার, কম্পিউটার উৎপাদনকারী, টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও গেম কোম্পানি, অলাভজনক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, থিংক ট্যাংক এবং হংকংয়ের গণতন্ত্রপন্থি রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবহারকারীদের তথ্য চুরি করেছেন। এ হ্যাকাররা মূলত বিভিন্ন ভিডিও গেম হ্যাকের মাধ্যমে ডিজিটাল কারেন্সি হাতিয়ে নেন। পরে এগুলো টাকার বিনিময়ে বিক্রি করেন।
চীনা ওই পাঁচ হ্যাকার এখনো পলাতক। এরমধ্যে মালয়েশিয়ার দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এইচএডি/