ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে মানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে মানা

ভারতসহ ৩ দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে।

ভারত ছাড়া অন্য দুটি দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা।

দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উল্লেখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন পূর্বে যারা ওই তিন দেশের (ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা) যে কোন একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।  

তবে যাদের সরকারি আমন্ত্রণ রয়েছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য অনুসারে, সৌদি আরবে এখনো পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৭৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।