ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিরোধী দলের আত্মপ্রকাশে চ্যালেঞ্জের মুখে সৌদি রাজতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
বিরোধী দলের আত্মপ্রকাশে চ্যালেঞ্জের মুখে সৌদি রাজতন্ত্র সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ; ছবি: সংগৃহীত

সৌদি আরবের ভিন্নমতাবলম্বীদের একটি দল দেশটিতে বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটির সদস্যরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নির্বাসনে রয়েছেন।

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজের শাসনামলে এটিই প্রথম সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, রাষ্ট্র হিসেবে সৌদি আরব পুরোপুরি রাজতান্ত্রিক। সেখানে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই। ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন বাড়তে থাকার মধ্যে ২৩ সেপ্টেম্বর রাজতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে ওই বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হলো।

এর আগে ২০০৭ ও ২০১১ সালে সংগঠিত রাজনৈতিক দল গঠনের চেষ্টা করায় সংশ্লিষ্ট দলের সদস্যদের গ্রেফতার এবং দমনপীড়নের শিকার হতে হয়েছিল।

এবার যারা দল গঠনের উদ্যোগ নিয়েছেন, বুধবার তারা এক বিবৃতিতে বলেন, ‘আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিচ্ছি। আমাদের লক্ষ্য সৌদি আরবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ’

দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, দলের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন লন্ডনভিত্তিক বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি। সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ মাদায়ি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি,  যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুল্লাহ আলাউদ এবং কানাডাভিত্তিক ওমর আবদুলআজিজ।

রয়্যাল সৌদি এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা এবং নতুন দলটির মহাসচিব আসিরি বলেন, ‘চরম সংকটময় একটি মুহূর্তে দেশ রক্ষার তাগিদ থেকে আমরা এ দল গঠনের ঘোষণা দিয়েছি। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা এবং শাসনকাজে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। ’

ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবে সব ধরনের রাজনীতির সুযোগ অবরুদ্ধ হয়ে পড়ায় এ ঘোষণা দিতে হয়েছে। ’

পরাক্রমশালী সৌদি রাজতান্ত্রিক ব্যবস্থার পতন এত সহজ না হলেও, সৌদি শাসকের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।