লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডুবে যাওয়া নৌকাটি দেখতে পান লিবিয়ার জেলেরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ত্রিপোলির পূর্বাঞ্চলের জিলিতেন শহর থেকে নৌকাটি যাত্রা করে।
উদ্ধার কার্যক্রমের মাধ্যমে সিরিয়ান নারী ও পুরুষসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে। লিবিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক ছিলেন, তা জানা যায়নি।
সূত্র: ভ্যাটিক্যান নিউজ
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এফএম