ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
মারা গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরা তার মৃত্যুর খবর প্রকাশ করেছে।  

শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪০ বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৬ সালে থেকে মৃত্যু পর্যন্ত কুয়েতের আমিরের দায়িত্ব পালন করেন শেখ সাবাহ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।