ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করোনা আক্রান্ত কেলিগ ম্যাকেনি, ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যাকেনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, কোনো উপসর্গ ছিল না। এরপরও তিনি করোনা ভাইরাস শনাক্তে টেস্ট করিয়েছিলেন। এরপরই করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ম্যাকেনি এও জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই কোয়ারেন্টিন শুরু করেছেন। এছাড়া তিনি এখনও অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

এর আগে শুক্রবার (০২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন। এরও আগে বৃহস্পতিবার (০১ অক্টোবর) ট্রাম্পের উপদেষ্টা হোপ হিক্সেরও করোনা ভাইরাস পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।