হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশপাশের কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার এবং একজন শীর্ষ সামরিক কর্মকর্তাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিবিসি এ তথ্য জানায়।
গত পাঁচদিন ধরে আইসোলেশনে থাকা মিলার মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
এর আগে মে মাসে তার স্ত্রী, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মুখপাত্র কেটি মিলার করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং সুস্থও হয়ে ওঠেন।
অন্যদিকে, কোস্ট গার্ড অফিসার অ্যাডমিরাল চার্লস রে কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর শীর্ষ মার্কিন জেনারেল মার্ক মিলেসহ অন্য সামরিক নেতারা কোয়ারেন্টিনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এফএম