মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বর্তমান আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-শাবাহ নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-শাবাহর নাম ঘোষণা করেছেন।
আলজাজিরা জানিয়েছে, বুধবার (০৭ অক্টোবর) উপসাগরীয় দেশটির নতুন এই শাসক তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করেন।
বুধবার কুয়েতের আমির শেখ নওয়াফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির উল্লেখ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুনার এক অনলাইন প্রতিবেদনে নতুন ক্রাউন প্রিন্স মনোনয়নের খবর জানানো হয়েছে।
ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মিশালের প্রতি নিজেদের সমর্থন আছে জানিয়ে কুয়েতের শাসক আল-শাবাহ পরিবারের দুজন সদস্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজেদের অবস্থান ঘোষণা করে বার্তা দিয়েছেন।
কুয়েতের সবশেষ আমির ও ভাই শেখ শাবাহ আল-আহমাদের মৃত্যুর পর গত সপ্তাহে দেশটির নতুন আমির হিসেবে ক্ষমতায় আরোহণ করেন শেখ নওয়াফ। তার বয়স ৮৩ বছর।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
টিএ