ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হুয়াওয়ের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
হুয়াওয়ের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রতীকী ছবি

যুক্তরাজ্যের সংসদীয় এক তদন্ত প্রতিবেদন বলছে, বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে একজোট হয়ে কাজ করছে বলে ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের সংসদ সদস্যরা বলছেন, যুক্তরাজ্যের মোবাইল নেটওয়ার্ক থেকে চীনা প্রতিষ্ঠানের ৫জি কিট অপসারণের জন্য সরকারকে শিগগিরই সময়সীমা নির্ধারণ করতে হতে পারে।

এর প্রতিক্রিয়ায় হুয়াওয়ে বলছে, ‘এ তদন্ত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নেই কেননা এটি সত্যতা নয়, মতামতের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। ’

এদিকে, এ অভিযোগের কারণে ব্যবসায়িক দিক থেকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে হুয়াওয়ে। যুক্তরাজ্যে তাদের সুযোগ অনেক কমে গেছে। তারপরও ইউরোপসহ অন্য দেশগুলোতে নিজেদের ৫জি অবকাঠামো বিক্রির চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত এসব অভিযোগ যে ভিত্তিহীন তা মানুষ বুঝতে পারবে এবং মনে রাখবে গত ২০ বছর ব্রিটেনকে কী দিয়েছে হুয়াওয়ে। ’

হাউস অব কমন্সের ডিফেন্স কমিটির তদন্ত প্রতিবেদনটির ভিত্তি হলো শিক্ষাবিদ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং টেলিকম ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের দেওয়া তথ্য। এতে বলা হয়েছে, ‘যদিও হুয়াওয়ে এটি স্বীকার করে না, তবে এটি স্পষ্ট যে, হুয়াওয়ে চীন এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত। ’

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।