তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হায়দরাবাদের জনজীবন। গত দু’দিনে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতির ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্তে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়়ি। বৃষ্টির পানির তোড়ে ভেসে যাচ্ছে মানুষও।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে চলা প্রবল স্রোতের তোড়ে ভেসে যাচ্ছেন একজন মানুষ। সবাই তাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি স্রোতের মধ্যে হারিয়ে গেলেন। ওই ব্যক্তিকে উদ্ধার করা গেছে কি না তা জানা যায়নি।
আর বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, গলির মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খেলনা গাড়ির মতো ভেসে যাচ্ছে।
বুধবারও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। বৃহস্পতিবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্ধ্ররপ্রদেশ এবং তেলেঙ্গানায় ইতিমধ্যেই ১৮ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার ১৪টি জেলার অবস্থা ভয়াবহ। পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
নিউজ ডেস্ক
#Hyderabad Rain Havoc - Scary !!
— Mohmmad Nausad alam (محمد نصاد علام) (@nausadalam87) October 14, 2020
all people pray pic.twitter.com/we59L68Imd
How eerie and scary when a car with no driver inside starts moving, even changes direction and speeds away, because of the force of the flood waters; #ChaltheeKaNaamGaadi quips @Iamtssudhir, little you can do to stop it without risking your life #HyderabadRains @ndtv @ndtvindia pic.twitter.com/DhEhTCOuDw
— Uma Sudhir (@umasudhir) October 13, 2020
Many friends from across the country have been asking me about floods caused by incessant rain in Hyderabad. Thank you ? All for concerns. So far, all near and dear are safe. This clip best shows the extent of the disruption on roads. #HyderabadRains pic.twitter.com/ZKynsTlHXN
— Manoj Kumar (@manoj_naandi) October 14, 2020