সেনকাকু দ্বীপ নিয়ে চীন এবং জাপানের মধ্যে বিরোধ বেশ পুরোনো। দুই দেশই এ দ্বীপের মালিকানা দাবি করে।
রোববার (১১ অক্টোবর) চীনের নৌবাহিনীর টহল জাহাজ দুটি জাপানের জলসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে। খবর এএনআইয়ের।
জাপানের কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জাপানের একটি মাছ ধরার নৌকার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল চীনের টহল জাহাজগুলো।
কর্তৃপক্ষ জানায়, জাপানের জলসীমার ঠিক বাইরে যে তিনটি চীনা নৌযান চলাচল করছিল তাদের মধ্যে দুটি রোববার সকাল ১১টার আগে তাইশো দ্বীপে প্রবেশ করে। দুপুর ৩টা পর্যন্ত চীনের জাহাজ দুটি জাপানের জলসীমায় ছিল। পরে জাপানের কোস্টগার্ড চীনের টহল জাহাজগুলোকে অবিলম্বে জাপানের জলসীমা ছেড়ে যেতে বলে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এইচএডি/