ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনীর সংঘর্ষ : নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১০

শ্রীনগর: ভারতশাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে আজ বুধবার দেশটির একজন উর্ধতন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে এ সংঘর্ষে কোন জঙ্গি সদস্য হতাহত হয়েছে কিনা এটি এখনও নিশ্চিত নয়।



রাজধানী শ্রীনগরের লোলাব এলাকায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তাঁর সেনাদের নেতৃত্ব দেওয়ার সময় কর্ণেল নেরাজ সুদ নিহত হন বলে সেনাবাহিনী জানায়।

কাশ্মীরে ২০১০ সালে জঙ্গি হামলায় এখন পর্যন্ত নিহত কর্মকর্তাদের মধ্যে তিনিই হলেন সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।

তবে কর্ণেল সুদ নিহত হবার পরও শ্রীনগরের উত্তরে লোলাব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শুরু হওয়া এ অভিযান চলতে থাকবে বলে সেনাবহিনীর এক মুখপাত্র জানান।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরে সহিংসতার তীব্রতা  কমে আসলেও জঙ্গিরা এ এলাকায় আবারো একত্রিত হওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘন্টা, জুন ২৩, ২০১০
এনজে/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।