ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সংকট যেন কাটছেই না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
পাকিস্তানের সংকট যেন কাটছেই না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান; ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভার জন্য সংকট যেন কাটছেই না। দেশটিতে একের পর এক ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে।

এমনই এক বিক্ষোভে পুলিশের লাঠিপেটায় রক্তাক্ত নারী বিক্ষোভকারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ।

পাঞ্জাব প্রদেশে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) একটি সভার আগে নতুন করে শুরু হয় বিক্ষোভ। দলটির প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ এ সভায় সভাপতিত্ব করবেন। কিন্তু ইমরান খানের মন্ত্রিসভা এবং পাকিস্তান সেনাবাহিনী এ সভা অনুষ্ঠিত হতে দিতে চাচ্ছে না।

নারীদের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ নিয়ে আগেই চাপে থাকায়, সরকার ও সেনাবাহিনী অন্য রাজনৈতিক ধারা দেশটিতে চলতে দিতে চাচ্ছে না।

এর আগে সিন্ধু, বেলুচিস্তান, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং গিলগিত বালতিস্তানেও বিক্ষোভ হয়।

সূত্র: জাস্ট আর্থ নিউজ

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।