নিরঙ্কুশ জয়ে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেসিন্ডা আর্ডার্ন। দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তার দল লেবার পার্টি।
নিউজিল্যান্ডের নির্বাচন কমিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে ৭৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। প্রাথমিক ফলাফলে জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি ৪৯ শতাংশ ভোট পেয়েছে। বিরোধী মধ্য ডানপন্থি ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট।
অপরদিকে গ্রিন পার্টি পেয়েছে মাত্র ৮ শতাংশ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে এই নির্বাচনে পরাজয় মেনে নিতে হচ্ছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন জেসিন্ডা আর্ডান। করোনা ভাইরাস মোকাবিলায় তার নেতৃত্বাধীন সরকারের সফলতা এই নিরঙ্কুশ বিজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
১৯৯৬ সালে প্রবর্তিত নতুন রাজনৈতিক ব্যবস্থায় নিউজিল্যান্ডে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। তবে জেসিন্ডার দল সেই রেকর্ড ভেঙে দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
এমজেএফ