আরব দেশগুলোকে ফরাসি পণ্য বর্জন না করার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স। রোববার (২৫ অক্টোবর) ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
বিবৃতিতে ফ্রান্স জানায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সম্প্রতি ফরাসি পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এর পাশাপাশি মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়। কিন্তু বয়কটের এ আহ্বান ঠিক না। এসব বন্ধ হওয়া উচিত। একটি গোষ্ঠী আমাদের দেশের বিরুদ্ধে যেসব চালিয়ে যাচ্ছে সেগুলো বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিমের হাতে একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। ওই ঘটনার পর অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যেই মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণার পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। প্রতিবাদ স্বরুপ মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন।
এদিকে, বিভিন্ন দেশের জনগণকে ফরাসি পণ্য চিহ্নিত করার উপায় বাতলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। বর্জনের ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যেই কাতার ও কুয়েতের বিভিন্ন মার্কেটের সেলফ থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। ফরাসি পণ্য বর্জনের দাবিতে টুইটার হ্যাশট্যাগ জনপ্রিয় হয়ে উঠছে সৌদি আরবসহ এ অঞ্চলের অন্যান্য দেশেও। এমন পরিস্থিতিতে রোববার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফরাসি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানালো ফ্রান্স।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এমআরএ