চিকিৎসক ও বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি প্রমাণ করে নির্বাচনের আগে আবার হু হু করে মহামারি করোনার সংক্রমণ বাড়ছে আমেরিকায়।
পরিসংখ্যান বলছে, দেশটিতে গত ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে ৮৪ হাজার ২৪৪ ও ৭৯ হাজার ৮৫২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই রেকর্ড সংক্রমণের প্রভাব ভোট বাক্সে ভালো রকমই পড়বে বলেই মনে করা হচ্ছে। তার একটা বড় কারণ হল হাড্ডা-হাড্ডি লড়াই চলছে এমন পাঁচটি প্রদেশেই গত কয়েক দিন ধরে সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে। এই পাঁচ প্রদেশ হলো- ওহায়ো, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন। গত কয়েক দিনেই হাসপাতালে উপচে পড়া ভিড়ের চেনা ছবিটা ফিরে এসেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও।
এদিকে, নিজের চিফ অব স্টাফ করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও ভোট প্রচার বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আমেরিকান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার কথা পেন্সের। কিন্তু তা না করে পেন্স নর্থ ক্যারোলাইনা এবং মিনেসোটায় প্রচার সারেন।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসকে/এসআরএস