ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাইয়েদ আরিজ, কাশ্মিরের প্রথম নারী ‘লাদিশাহ’ শিল্পী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
সাইয়েদ আরিজ, কাশ্মিরের প্রথম নারী ‘লাদিশাহ’ শিল্পী  লাদিশাহ পারফর্মারের ঐতিহ্যবাহী পোশাক পরে আছেন শিল্পী সাইয়েদ আরিজ

সাইয়েদ আরিজ সাফভি, কাশ্মিরের প্রথম নারী ‘লাদিশাহ’ সঙ্গীত শিল্পী।  ‘লাদিশাহ’ হচ্ছে কাশ্মিরের ঐতিহ্যবাহী বিশেষ ধরনের গান।

এ গানের মাধ্যমে ব্যঙ্গাত্মক ও বিদ্রুপাত্মকভাবে সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক বক্তব্য তুলে ধরা হয়। সাধারণত ছেলেরা এ গান গায়। আর এ গান পরিবেশনের সময় পরা হয় ঐতিহ্যবাহী এক ধরনের পোশাক।  

সাইকোলজিতে মার্স্টার্স করার পাশাপাশি ‘লাদিশাহ’ কনটেন্ট লিখছেন।

সাইয়েদ আরিজ ভেবেছিলেন যে অষ্টাদশ শতাব্দীতে শুরু হওয়া ‘লাদিশাহ’কে ঐতিহ্যগতভাবে উপেক্ষা করা হচ্ছে। এজন্য তিনি এটি নিয়ে গবেষণা শুরু করেন। গত বছর থেকে তিনি ‘লাদিশাহ’ লিখছেন।

কাশ্মির নিউজকে তিনি বলেছেন, আমি ইটিভি চ্যানেলে ‘লাদিশাহ’ শুনে এ ফোক গান লিখতে শুরু করেছি।  

তিনি ভেবেছিলেন যে তিনি নিজের মধ্যে এ সৃজনশীলতা বাড়াতে পারেন এবং তার পেশার সঙ্গে ‘লাদিশাহ’কে জুড়ে দিতে পারেন। কারণ তিনি জানেন যে কীভাবে উপত্যকায় ক্রমশ হতাশা বাড়ছে।  

তিনি যখন যেখানেই সুযোগ পাবেন, প্রতিটি প্ল্যাটফর্মেই ‘লাদিশাহ’ পারফর্ম করতে চান।
এছাড়াও, তিনি তার পেশায় ‘লাডিশাহ’ ব্যবহার করতে চান এবং মানসিক রোগের থেরাপিস্ট হিসেবে নিজের উপত্যকার মানুষের দুঃখ ঘোচাতে কিছুটা হলেও অবদান রাখতে চান।  
সূত্র: কাশ্মীর নিউজ

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।