মার্কিন নির্বাচনে ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা। কে প্রেসিডেন্ট হচ্ছেন তা এখনও আন্দাজ করেও বলা যাচ্ছে না।
হিসাবের খাতায় ট্রাম্পই ‘জিতে যাচ্ছেন’ বলে মনে হচ্ছে। কিন্তু ভোট গণনা এখনও শেষ হয়নি। যে কোনো সময় পাল্টে যাবে চিত্র।
মার্কিন গণমাধ্যমের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ২৩৮টি। আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বাইডেনের আর দরকার মাত্র ৩২ ইলেকটোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের দরকার ৫৭।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাইডেনের তরী তীরে এসে ডুবে যায় কি না। কারণ গত নির্বাচনেও প্রায় একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। হিলারি ক্লিনটন পপুলার ভোট বেশি পেলেও ট্রাম্পর কাছে হেরেছিলেন।
অন্যদিকে ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করেছেন। একইসঙ্গে বলেছেন, তিনি আদালতে যাবেন।
যেসব রাজ্যে এখনও ভোট গণনা চলছে, সেগুলোকে ‘প্রতারণা’ দাবি করে প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অভিযোগ করেছেন, প্রতিপক্ষরা ফল চুরি করে নেওয়ার চেষ্টা করছে।
আবার জো বাইডেনও বলছেন, তিনিই জিততে চলেছেন।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগানের মতো রাজ্যগুলোর ফলাফলের ওপর ঝুলছে ট্রাম্প–বাইডেনের হোয়াইট হাউসের চাবি।
হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প যা বলেছেন, তাতে মনে হচ্ছে, যদি তিনি নির্বাচনে হেরে যান, তাহলে আদালতে যাবেন। এ নিয়ে সহিংসতার ঘটনাও ঘটতে পারে। যার প্রভাবে ফলাফল স্থগিত থাকতে পারে দীর্ঘদিন। আর ট্রাম্প হয়তো সেটাই চান।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
নিউজ ডেস্ক