যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনো ভোটগণনা শেষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন।
বুধবার করা ওই টুইটকেই 'বিতর্কিত' 'ভুল বার্তা দিতে পারে' বলে লেবেল লাগিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ট্রাম্পের সেই টুইটকে ঢেকেও দিয়েছে তারা। তবে কোনো ব্যবহারকারী চাইলে টুইটটি পড়া যাবে।
টুইটার কর্তৃপক্ষ লিখেছে, ট্রাম্পের এ টুইটের কিছু বা পুরো অংশই বিতর্কিত এবং নির্বাচন সম্পর্কে কিংবা নাগরিকদের সম্পর্কে তা ভুল বার্তা দিতে পারে।
ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণার পর ব্যবস্থা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষও। তারা ফেসবুক ও ইনস্টাগ্রামের পাতার ওপরের দিকেও বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এখনো কেউ জয়ী হননি। ভোট গণনা চলছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
নিউজ ডেস্ক