ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা নিয়ন্ত্রণে প্রথম দিন থেকেই কাজ করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
করোনা নিয়ন্ত্রণে প্রথম দিন থেকেই কাজ করবেন বাইডেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন জো বাইডেন।  

তিনি বলেছেন, দায়িত্বগ্রহণের পর করোনা মহামারি নিয়ন্ত্রণে আমি কোনো সময় অপচয় করবো না।

গত শুক্রবার (৬ নভেম্বর) ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটনে এক ভাষণে বাইডেন এ কথা বলেন।  

তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এ ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি।  

বাইডেন বলেন, একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তিনি নির্বাচিত হলে জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন।  

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এ ডেমোক্র্যাট প্রার্থী।

খবর এএফপি

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।