ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইগুর ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
উইগুর ইস্যুতে মুসলিম বিশ্বের নীরবতা নিয়ে প্রশ্ন

উইগুর ইস্যুতে বেশ কয়েকটি মুসলিম দেশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক কুনওয়ার খালদুন শহীদ।

চীনে উইগুর মুসলিমদের ওপর অব্যাহত দমন-পীড়নের বিষয়ে নীরব থাকলেও সাম্প্রতিক ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে বেশ কয়েকটি মুসলিম দেশের অবস্থানকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

দ্য স্পেকটেক্টরে প্রকাশিত এক নিবন্ধে সাংবাদিক খালদুন বলেন, যখন উইগুরদের পক্ষে কথা বলা প্রয়োজন, তাদের ওপর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানানোর পরিবর্তে সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চীনের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, সৌদি আরবের পরিবর্তে মুসলিম বিশ্বের নেতা হিসেবে আবির্ভূত হতে আগ্রহী তুরস্ক উইগুর নিপীড়নের বিষয়ে একইভাবে নীরব। উইগুরে ‘শ্রম শিবিরকে’ কোনো ইস্যুই মনে করে না পাকিস্তান।

অন্যান্য ইস্যুতে সর্বসম্মত নীরবতা পালন করে ফ্রান্সকে বর্জন করা ভণ্ডামি বলেই মনে করেন সাংবাদিক খালদুন।

সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ফ্রান্সে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানকে মানসিকভাবে অসুস্থ বলে অভিহিত করে ইসলামি বিশ্বের শত্রু হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।