ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সেনাপ্রধান নেপালের ‘জেনারেল’ খেতাবে ভূষিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ভারতের সেনাপ্রধান নেপালের ‘জেনারেল’ খেতাবে ভূষিত

ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানকে নেপাল সেনাবাহিনী সাম্মানসূচক ‘জেনারেল’ খেতাবে ভূষিত করা হয়েছে। তাকে এই খেতাবে ভূষিত করেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।

সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির বাসভবন ‘শীতল নিবাসে’ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মান দেওয়া হয়। আয়োজনে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, নেপালে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় এম কাওয়াত্রাসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত ও নেপাল, দুই দেশের সেনা প্রধানকে দুই দেশের সম্মান জানানোর ঐতিহ্য সাত দশকেরও বেশি সময় ধরে চলে আসছে। এর আগেও ভারতের বিভিন্ন সেনা প্রধানকে সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছে নেপাল।

সম্মাননা শেষে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে বৈঠক করেন জেনারেল নারাভান। এসময় তিনি তাকে দেওয়া সম্মানের জন্য কৃতজ্ঞতা জানান এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়োনোর বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।