ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইগুর মুসলিমদের নজরদারিতে রাখার প্রমাণ মিললো আবারও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
উইগুর মুসলিমদের নজরদারিতে রাখার প্রমাণ মিললো আবারও

চীনে সংখ্যালঘু উইগুর মুসলিমদের ওপর নিপীড়ন-নির্যাতন এবং উইগুরদের উপর নজরদারি ও নিয়ন্ত্রণমূলক আচরণের বিষয়টি নতুন নয়। সম্প্রতি এটাও প্রমাণিত হয়েছে যে, ‘ফেস রিকগনেশন’ অ্যাপ ব্যবহার করে ওই অঞ্চলের সংখ্যালঘুদের নজরদারিতে রেখেছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াভিত্তিক ভিডিও অনুসন্ধান বিষয়ক প্রতিষ্ঠান আইপিভিএমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দাহুয়া ব্র্যান্ডের সফটওয়ার সম্প্রতি তাদের ওয়েবসাইটে কিছু ভিডিও প্রকাশ করে, যা উইগুরের। এ থেকে বোঝা যায় যে, প্রযুক্তি ব্যবহার করে উইগুরদের নজরদারিতে রেখেছে চীন। তবে এ বিয়ষে দাহুয়ার সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি এবং ভিডিওটি মুছে দিয়েছে।

আইপিভিএম জানায়, সম্প্রতি এটি টুইটারে সাড়া ফেলে। এছাড়া দাহুয়া হলো চীনের অন্যতম সিসিটিভি সরবরাহকারী প্রতিষ্ঠান। দেশটির পুলিশ বিভাগ উইগুরদের নিয়ে বিশ্লেষণ কাজ শুরু করেছে এবং এর সাথে চীনের শীর্ষ প্রযুক্তিবিদরাও যুক্ত।

বিশ্বজুড়ে সমালোচিত হওয়ার পরেও চীন উইগুর মুসলিমদের দিকে নজর রাখতে ফেস রিকগনেশন অ্যাপের ব্যবহার অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।