ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জবাব দেওয়া হবে: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
জবাব দেওয়া হবে: মোদী

ভারতের রাজস্থানের জয়সলমীরে সশস্ত্র বাহিনীর সেনাদের দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না উচ্চারণ করে ফের চীনকে হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

তিনি বলেন, কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায়, তাকে যোগ্য জবাব দেওয়া হবে।

 

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাদের হামলাকে উদ্ধত আচরণ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করতে এলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। প্রতিটি নাগরিক আমাদের সেনাদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয় সেনাদের সঙ্গে আছেন। ”

উল্লেখ্য, শুক্রবার সীমান্তে পাকিস্তানের হামলায় সেনাসহ প্রাণ হারান ১১ ভারতীয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।