ফাইজারের তৈরি করোনা ভাইরাসের (কোভিড ১৯) টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, টিকার তৃতীয় ধাপের পরীক্ষার আরও বিস্তারিত ফলাফল আসতে শুরু করেছে। এতে দেখা যাচ্ছে, এই টিকা সব বয়স, বর্ণ ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষেত্রে সমানভাবে কাজ করে।
এই টিকায় উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও দাবি ফাইজারের। ফলে শিগগিরই এই টিকা জরুরিভিত্তিতে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান।
এ বিষয়ে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা জানিয়েছেন, আট মাসের যাত্রায় নতুন এই ফলাফল টিকা তৈরির জন্য মাইলফলক। আশা করা হচ্ছে তাদের টিকা ভয়াবহ করোনা মহামারি ঠেকাতে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এইচএমএস/