ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বিশাল যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বিশাল যুদ্ধজাহাজ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিটে যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ‘শহীদ রুদাকি’।

বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে এ জাহাজ সংযোজন করা হয়।

আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম বিশাল এই যুদ্ধজাহাজ। এতে রয়েছে থ্রিডি রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা।

দূরবর্তী মহাসাগরে গিয়েও এটি অভিযান চালাতে সক্ষম।

ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে এই জাহাজ।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।