ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিটে যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ ‘শহীদ রুদাকি’।
বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে এ জাহাজ সংযোজন করা হয়।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম বিশাল এই যুদ্ধজাহাজ। এতে রয়েছে থ্রিডি রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা।
দূরবর্তী মহাসাগরে গিয়েও এটি অভিযান চালাতে সক্ষম।
ইরানসহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে এই জাহাজ।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নিউজ ডেস্ক