ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যে গ্রামের সবাই করোনায় আক্রান্ত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
যে গ্রামের সবাই করোনায় আক্রান্ত!

শুনতে অবাক লাগলেও সত্যি যে ভারতের একটি গ্রামের একজন ছাড়া সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

হিমাচল প্রদেশের ওই গ্রামের নাম থোরাং।

মোট জনসংখ্যা ৪২।  

গত ৩০ জুন প্রথমবার এই জেলায় থাবা বসায় করোনা ভাইরাস। ধীরে ধীরে অনেকেই সংক্রমিত হন। কিন্তু গোটা থোরাং গ্রামকে কীভাবে গ্রাস করল করোনা? জানা গেছে, সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর সেখানেই একত্রিত হয়েছিলেন গোটা গ্রামের মানুষ।  

স্থানীয় প্রশাসনের দাবি, গোষ্ঠী সংক্রমণের কারণেই গ্রামের প্রতিটি বাড়িতে করোনা ছড়িয়ে পড়ে। গ্রামের মোট ৪২ জনের মধ্যে ৪১ জনই সংক্রমিত।

বৃহস্পতিবার থেকে থোরাং গ্রামে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।