ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ভোটাররা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ভোটাররা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির ভোটাররা। মিশিগান অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমোদনে বারবার বাধা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট থেকে জানা যায়, সম্প্রতি মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরের ‘মিশিগান ওয়েলফেয়ার রাইটস অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন ও তিনজন কৃষ্ণাঙ্গ ভোটার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি করেছেন।

মামলায় ট্রাম্পের বিরুদ্ধে মিশিগানে নির্বাচনের ফল অনুমোদনে বাধা দেওয়া এবং আইনপ্রণেতাদের চাপ দেওয়া থেকে ট্রাম্পকে বিরত থাকতে আদালতকে আদেশ দিতে অনুরোধ করা হয়েছে। মিশিগানে বাইডেন জয়ী হওয়ার খবর সামনে আসার পর থেকেই ভোট পুনর্গণনার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। এমনকি তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগও এনেছেন।

এছাড়া কৃষ্ণাঙ্গ ভোটারদের বঞ্চিত করা, বিশেষ করে ওয়েইন কাউন্টির ভোটারদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ফল আসার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছেন বাইডেন। তারপর থেকেই ভোট পুনর্গণনার দাবি তুলে মামলা করা হয়। কিন্তু এর অধিকাংশই ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।