ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে প্রিন্সের সঙ্গে ‘গোপন বৈঠকে’ নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
সৌদিতে প্রিন্সের সঙ্গে ‘গোপন বৈঠকে’ নেতানিয়াহু! বেনয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু গোপনে সৌদি আরব সফর করেছেন বলে খবর বের হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহু গোপনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেওর সঙ্গে সাক্ষাতের জন্য সৌদি আরবে সফর করেছেন।

খবরে বলা হয়, ফ্লাইট ট্রেকিং ডাটার তথ্যে দেখা যাচ্ছে, পূর্বে নেতানিয়াহুর ব্যবহার করা একটি বাণিজ্যিক প্লেন সৌদি আরবের নিওম শহরে গেছে। যে শহরে পম্পেও এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল।

যদি ঘটনা সত্য হয়, তবে এটিই হবে ঐতিহাসিক শত্রুভাবাপন্ন দেশ দুটির নেতাদের মধ্যে প্রথম স্বীকৃত বৈঠক। আর এর পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্র। দেশটি চায় ইসরায়েলের সঙ্গে যেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্ক স্বাভাবিক করে।

সম্প্রতি ট্রাম্পের উদ্যোগে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্পর্ক স্বাভাবিক করে। আর এসব দেশের পদক্ষেপের প্রশংসা করেছে সৌদি আরব।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।