ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হতেই পারে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হতেই পারে’ মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক/ ছবি: সংগৃহীত

‘যদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে মিলিয়ে একটি রাষ্ট্র বানাতে পারে, তবে সেই পদক্ষেপে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সঙ্গে রয়েছে’ বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তান মিলে একটি রাষ্ট্র হতেই পারে।

মালিকের এমন মন্তব্যের পিছনে রয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের একটি বক্তব্য। তিনি বলেছিলেন, ‘এমন একটি সময় আসবে যখন ভারতের সঙ্গে মিশে যাবে করাচি। ’

মালিক বলেন, ‘যদি বার্লিন ওয়াল গুঁড়িয়ে যেতে পারে, তবে সীমান্ত ভুলে তিন দেশ একও হয়ে যেতে পারে। আর তিন দেশকে একত্র করার দায়িত্ব যদি বিজেপি নেয়, তবে এনসিপি সেই কাজে বিজেপির পাশে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।